কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত রনির বাড়িতে চলছে শোকের মাতম

 

লাইভ নারায়ণগঞ্জ: স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পিতা-মাতা ভাই-বোনের মুখে হাসি ফুটাবে। পরিবারের লোকজন কিছুটা স্বাছন্দে দিনাতিপাত করবে। এই স্বপ্ন পূরণ হলোনা বন্দরের জিওধরা এলাকার মকবুল দেওয়ানের উনিশ বছরের ছেলে রনির।

গত ১৩ ফেব্রুয়ারি কাতারের দোহায় সে সড়ক দূর্ঘটনায় নিহত হয়। রনি নিহত হওয়ার সংবাদে তার বাড়িতে বইছে শোকের মাতম। পিতা-মাতা বিশ্বাসই করতে পারছেনা তাদের ছেলে আর নেই। বার বার কান্নায় ভেঙ্গে পড়ছে আর বলছে আমার বাবা ফিরে আসবে।

শনিবার তার বাড়িতে গিয়ে এমনই চিত্র দেখা যায়। জানা গেছে, বন্দরের জিওধরা এলাকার মকবুল দেওয়ানের ছেলে রনি ৩ মাস পূর্বে চাকরি নিয়ে কাতারের দোহায় ফাস্ট এগ্রিকালচার কোম্পনীতে যায়। গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় দোহার সড়কে গাছের সৌন্দর্য বর্ধনেরকাজ করার সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। কাতার পুলিশ লাশ উদ্ধার করে সরকারি হাসপাতালে হিমঘরে রেখেছে এবং লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ লাশ দেশে আসবে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২