স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পুলিশের করা নাশকতা মামলায় দীর্ঘ ৫৭ দিন পর কারাবন্দী জীবন থেকে মুক্তি পেয়েছে অ্যাড. সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে কারাগার থেকে জামিনে মুক্ত হন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি দায়িত্বে থাকা এই নেতা।
জানা গেছে, গত ৫ নভেম্বর নগরীর চাষাঢ়া থেকে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরদিন ৬ নভেম্বর পুলিশের রিমান্ড আবেদন না মঞ্জুর করে সাখাওয়াত হোসেন খানকে কারাগারে পাঠায় আদালত। পরে ১৫ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হলে তাকে আবারো জেলা কারাগার সামনে থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার ফতুল্লা থানা পুলিশ।