স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কালিরবাজারে টিভি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃস্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় স্বর্ণপট্টি এলাকায় এ অবস্থা বিরাজ করে।
এলাকাবাসী জানায়, নগরীর স্বর্ণপট্টির সালাউদ্দিন মিয়ার ছয়তলা ভবনের জহির আলমের বদ্ধ ঘরে আগুন লাগে। তবে, সকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।
তারা জানান, ৬তলা ভবনের ছাদের উপরের একটি রুমে টিভি থেকে আগুন লাগে৷ এ সময় বাড়ির লোকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ইউনিট লিডার সোলাইমান বলেন, একটি তালাবদ্ধ রুমে অন হয়ে থাকা টিভি থেকে আগুন লাগে। আমরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকার লোকজন। এতে কোন হতাহতর ঘটনা ঘটে নি।