কাশিপুরে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

লাইভ নারায়ণগঞ্জ: কাশিপুরে এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) ভোরে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে আটক করে পুলিশ। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল করিম দিপু।

আটককৃত নাম শাহিন নওয়াব(৪৫)। সে ফতুল্লা কাশিপুর ফরাজিকান্দার মাহাবুবের বাড়ীর ভাড়াটিয়া মৃত মহিউদ্দিনের ছেলে। এর আগে সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা ধর্ষনের অভিযোগ এনে শাহিন নওয়াবকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী একজন স্যানেটারি মিস্ত্রি। অভিযুক্ত শাহিন নওয়াব ও বাদী স্ব পরিবারে একই বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলো। সেই সুবাদে শাহিন নওয়াবকে বাদীর মেয়ে আংকেল বলে ডাকতো। গত ১৫-২০ দিন ধরে গ্রেফতারকৃত শাহিন নওয়াব বাদীর মেয়ে কে নিজ ঘরে ডেকে নিয়ে যেতো। বিষয়টি দৃস্টিকটু হওয়ায় বাদী তার মেয়ে কে যাবার জন্য নিষেধ সহ গ্রেফতারকৃতকেও আর না ডাকার কথা বলে দেয়। সোমবার দুপুরে বাদীর মেয়ে মাদ্রাসা থেকে বাসায় ফিরে আসে। এসময় বাদীর স্ত্রী ঘরের কাজ করছিলো। অপরদিকে গ্রেফতারকৃতের বাসায় কেউ না থাকার সুযোগে দুপুর দেড়টার দিকে বাদীর মেয়ে কে ডেকে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। পরে বাদী বাসায় ফিরে এলে মেয়েকে কান্না করতে দেখে কারন জিজ্ঞেস করলে তার নিকট সকল কিছু খুলে বলে এবং তাকে জানানো হয় ইতিপূ্র্বেও একাধিকবার তার মেয়েকে ধর্ষন করেছে গ্রেফতারকৃত শাহিন নওয়াব।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানায়, অভিযুক্তকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় কাশিপুর ফরাজিকান্দা থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।