লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারী) বিকেলে উপজেলার চনপাড়া বটতলা এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় কার্যালয়টির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া অাঞ্চলিক শাখার সাধারন সম্পাদক অাবু জাবের বাবুল, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলালীগের সভাপতি নাজমা খান, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সাউদ,কায়েতপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মিন্টু মিয়া, সাধারন সম্পাদক আমান উল্লাহ, কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আবুল খায়েরসহ অনেকে।