কুতুবপুরে শিক্ষার্থীদের সেন্টু ‘বই উৎসব যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু বলেছেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই উৎসব ও বই বিতরণ করে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই হাতে পাওয়ার কারনে পাঠে মনো্যোগী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফলাফল করতে সচেষ্ট হবে।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব ও বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুল কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি মো. লোকমান আলী, নেছার আহম্মদ পাটওয়ারী, শোভা পাত্র, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নজরুল ইসলাম খান, তৌহিদ আহম্মেদ, হাজী মো. জামান মোল্লা, শাহাদত হোসেন, লাভলী ইয়াসমিন, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মো. নুরুল হুদা, দাতা সদস্য মো. মশিউর রহমান খান, কো- অপ্ট সদস্য আলহাজ্ব হাফেজ আহম্মেদ খোকা প্রমুখ।

বই উৎসবে স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেন অতিথিরা।

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা হাতে বই পেয়ে আনন্দচিত্তে বাড়ি ফেরে। পাশাপাশি অভিভাবকদের মাঝেও ছিল আনন্দের ফোয়ারা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments