স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সদর উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৬ মার্চ) সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১০৯ নং শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নির্যাতিত হলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আয়াতুল্লাহ।
এব্যাপারে বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা শিক্ষা অফিসারের একটি লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতিত আয়াতুল্লাহ।
অভিযোগসূত্রে জানা গেছে, বুধবার (৬ মার্চ) দুুপুর সাড়ে ১২টায় ১০৯ নং শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় শিক্ষক আয়াতুল্লাহর উপর শারিরীক ও মানসিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে টেনে হিছড়ে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয় এস.এম.সির সভাপতি। পরে সে ডাস্টার-স্কেল দিয়ে আঘাত করতে উদ্যত হলে উপস্থিত অভিভাবকরা তাকে থামিয়ে দেন এবং শিক্ষককে রক্ষা করেন।
এঘটনায় মুঠোফোনে স্বীকারোক্তি দিয়েছেন শিক্ষক আয়াতুল্লাহ। তবে মানহানি ও হয়রানির আশঙ্কায় কথা এড়িয়ে যান তিনি।
এব্যাপারে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেন্টু বলেন, এই অভিযোগের কথা আমি জেনেছি। তদন্ত করে সুষ্ঠ বিচার করা হবে।