কেন্দ্র পরিদর্শনে আনোয়ার ‘প্রশ্ন ফাসেঁর গুজবে কান দিবে না’

লাইভ নারায়ণগঞ্জ: শনিবার (২ ফেব্রুয়ারী) থেকে সারাদেশের ন্যয় নারায়ণগঞ্জেও শুরু হয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষা।

পরিক্ষার প্রথম দিনে নগরীর প্রাচীণ বিদ্যাপিঠ মর্গ্যাণ গার্লস স্কুল এন্ড কলেজে কেন্দ্র পরিদর্শনে যান নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ আনোয়ার হোসেন। এসময় তার সাথে ছিলেন মর্গ্যাণ গার্লস স্কুল এনড কলেজের ম্যানেজিং কমিটির অর্থ বিভাগের আহ্বায়ক ও নাসিক সংরক্ষিত কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নি, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অশোক তরুসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নারায়ণগঞ্জের আলোকে জানান, ‘অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরিক্ষা চলছে। শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। প্রতিষ্ঠানের পরিবেশগত যে অবস্থান সেই আলোকে তারা স্বাচ্ছন্দে পরিক্ষা দেয়ার বিষয়টি জানিয়েছে।’

প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন বিষয় অনেক সময়ই গুজব হয়ে থাকে। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবার পরিক্ষায় প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই। সুতরাং গুজবে কান না দিতে তিনি সকলকে আহবান জানিয়েছেন। আমরা মনে করি এমন কোন পরিস্থিতি সৃষ্টি হবে না।’

একই প্রশ্নের জবাবে কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন, ‘বর্তমান সরকার প্রশ্ন ফাঁস রুধে যে কঠোর অবস্থানে রয়েছে, এতে করে বলাই চলে এবার তেমন কোন অবস্থার সৃষ্টি হবে না। শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা স্বাচ্ছন্দে পরিক্ষা দেয়ার বিষয়টি আমাদেরকে জানিয়েছে। কেন্দ্রে পরিক্ষার পরিবেশ সুন্দর ও সুষ্ঠু আছে।’

প্রসঙ্গত, এবছর জেলায় মোট ৩৪ হাজার ১০৫ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। যার মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৩টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ১৭৭ জন, ৭টি কেন্দ্রে দাখিল ২ হাজার ৬৮১ জন এবং ১০টি কেন্দ্রে ভোকেশনাল পরিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৪৭ জন। প্রশ্ন ফাঁস রোধে পরিক্ষার তদারকিতে সারা জেলায় ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments