স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মাদক এবং দুর্নীতির বিষয়ে কোন রকমের ছাড় দেওয়া হবে না। সে যেই হোক না কেনো আইনের বিধি-বিধান অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হবে।
রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন অর রশিদ, বিকেএমইএ’র পরিচালক জিএম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন হায়দার, বিজিবি, বিভিন্ন জেলার পুলিশ প্রতিনিধি, জেলা আনসার কম্যান্ড্যান্ট, সিভিল সোসাইটির প্রতিনিধি, নৌ পুলিশ ইনর্চাজ সহ জেলার সরকারী কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক রাব্বি মিয়া আরো বলেন, মাদক ও দুর্নীতির সাথে সাথে চোরাচালান, নারী ও শিশু নির্যাতনের দিকেও বিশেষ লক্ষ্য রাখতে হবে। দুর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সকলকে সকলের স্থানে থেকে ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। এতেই আসবে সফলতা।
প্রসঙ্গত, আজকের জেলা আইন শৃঙাখলা কমিটির মাসিক সভায় চোরাচালান প্রতিরোধ, চোরাচালান সংক্রান্ত মামলার মনিটরিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, এসিড নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নৌ-পথে নিরাপত্তা নিশ্চিতকরণ, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর, মানব পাচার প্রতিরোধ, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা মনিটরিং বিষয়ে আলোচনা করা হয়।