লাইভ নারায়ণগঞ্জ: বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হলো নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এস এম ওয়াজেদ আলী খোকনের মায়ের কুলখানি।
মঙ্গলবার (২৩ মে) বাদ আসর বালুরমাঠ এলাকায় অবস্থিত ওয়াজেদ আলী খোকনের নিজ বাসায় দোয়া, কোরআন খতম ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুলখানি সম্পন্ন হয়।
কুলখানি অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমার জন্য দোয়া প্রার্থনা করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, এনসিসি ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
উল্লেখ, ১৩ মে সকালে চাষাঢ়ার হেলথ রিসোর্ট হাসপাতালে এড. এস এম ওয়াজেদ আলী খোকনের মা তার শেষ নিশ্বাস ত্যাগ করেন।