ক্রীড়া সংস্থার ক‌মি‌টির সদস্যরা মিলে এবারও প‌রি‌শোধ কর‌বেন বকেয়া

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) ফতুল্লা শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সভাকক্ষে এর আয়োজন করা হয়।

এ সময় সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মঞ্জুরুল হাফিজ। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

তানভীর আহমেদ টিটু জানান, আজকে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটি হয়েছে। মিটিংয়ে ক্রীড়া সংস্থার সমস্ত হিসাব ও আয়-ব্যয় তুলে ধরা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম করাসহ বিভিন্ন ক্রীড়া বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ক্রীড়া সংস্থার পুরোন যে বকেয়া রয়েছে, সেগুলো পরিশোধ করার জন্য নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটি সদস্যগণ মিলে উদ্যোগ নিয়েছে। বরাবরের মতো এবারও নিজস্ব ফান্ড থেকে বকেয়া পরিশোধ করছে।

সভায় জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মঞ্জুরুল হাফিজ বলেন, ডায়বেটিক্স কমানো জন্য ডাক্তার বলে দৌড়াতে, খেলাধূলা করতে, হাসি খুশি থাকতে, তার মানে এটাও একটা ঔষধ হয়ে গেছে। আমরা ছোট বেলায় ৩ কিলোমিটার হেটে স্কুলে যেতাম। তখন মানুষ খাবারের অভাবে শক্তি পেতো না, কিন্তু এখন খাবার হজম করার জন্য হাটতে হয়। অনেকে চর্বি জমতো না, আর এখন চর্বি গলাতে হয়। আমাদের ডায়মেনশন চেঞ্জ হয়ে গেছে।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে খেলাধূলার মাধ্যমেই আমাদের পরিচয় হয়। খেলাধূলা দেশের প্রতি ভালোবাসা জন্মায়। আমরা বিভিন্ন মতামতে থাকি কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল যখন বিদেশে খেলে, তখন আমরা একটা ছাতার নিচে চলে আসি। আমরা সবাই তখন আনন্দ পাই। নারায়ণগঞ্জ এমন একটি জেলা যেখানে নারায়ণগঞ্জের মানুষ কিন্তু গরীব মানুষ নাই। এখানে যদি গরীব খুঁজে পাওয়া যায় তাহলে তারা বাহির থেকে আসা মানুষ। আপনারা এগিয়ে আসুন, নারায়ণগঞ্জকে সুন্দর ভাবে গড়ে তুলি। এতে আমাদের সমাজ ভালো থাকবে, আপনার আমার সন্তান ভালো থাকবে ও পরিবেশ ভালো থাকবে। আমাদের মিটিং টা দেড়ি হলেও আমরা কিছু ভালো করতে পারবো। ‘লেট বেটারদেন নেভার’।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, সহ-সভাপতি খবির আহমেদ, ফারুক বিন ইউসুফ পাপ্পু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, মোস্তফা কাওসার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম মোল্লা, কার্যকরী সদস্য খন্দকার শাহ আলম, জাকির হোসেন শাহীন, মো. রবিউল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মাকসুদ উল আলম, মিসেস মাহমুদা শরীফ, মো. আসলাম, মাহবুবুল হক, ফিরোজ মাহমুদ শ্যামা, আতাউর রহমান মিলন, রকিবুল ইসলাম শ্যামল, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা,মিয়াজ উদ্দিন আহম্মদ, এস এম আরিফ মিহির, মিসেস আনজুমান আরা, রোকসানা কবিরসহ নেতৃবৃন্দ।