খালেদা জিয়ার মুক্তিতে মিছিল, পুলিশ দেখা মাত্রই নেতা-কর্মীরা উধাও

স্টাফ করেসপন্ডেন্ট,লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ করেছে জেলা যুবদল। ‘জেলের তালা ভাংবো, খালেদা জিয়াকে মুক্তি করবো’ স্লোগানে তালে তালে উদ্দত ছিলো জেলা যুবদল কর্মীরা। মিছিলটি বালুর মাঠ থেকে যখনই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আসলো নেতা-কর্মীরা নজর কাড়লো পুলিশের গাড়ি। আর তখনই মিছিল ছত্রভঙ্গ হয়ে নেতা-কর্মীরা দেয় ছুট!

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, এ কে এম আমিরুল ইসলাম ইমন, হারুন-অর-রশিদ মিঠু, যুগ্ন সাধারন সম্পাদক শহিদুর রহমান স্বপন, রফিকুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলামপ্রমুখ।

মিছিলের এক পর্যায়ে যখন তারা পুলিশের গাড়ি দেখতে পেয়ে যুবদলের নেতারা মিছিল ত্যাগ করে, কর্মসূচি অসম্পূর্ণ রেখেই এলাকা থেকে পালিয়ে যায়। ক্ষণিকের মধ্যেই সব নেতারা উধাও হয়ে যায়।

এর আগে, কেন্দ্রীয় বিএনপি যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের মিছিল বের করেন।