১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, ১৭ বছর পর আসামী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর দীর্ঘ ১৭ বছর পলাতক ছিলেন। এরই মধ্যে হয়েছে মামলার বিচার, পেয়েছেন যাবজ্জীবন সাজাও।

অবশেষে আত্মগোপনে বসবাস করা সেই পলাতক আসামী র‌্যাবের জালে আটকা পড়েছেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার কাইয়ুমপুরের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় বৃহস্পতিবার (২৫ মে) উত্তর হাজীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ৩৭ বছর বয়সী আমির হোসেন। সে বন্দর থানার ইস্পাহানি এলাকার বাসিন্দা আকতার হোসেনের ছেলে।

২০০৪ সালের ১০ এপ্রিল রাতে ১৩ বছরের ওই ভুক্তভোগী কিশোরী কাইয়ুমপুরের রহমান গার্মেন্টসে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমির হোসেন তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে পথরোধ করে মুখ চেপে ধরে। পরে হাত-পা বেঁধে একটি মেছে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। (যার মামলা নং- ১৫, তারিখ- ১০ জুলাই ২০০৪) মামলায় ২০২৩ সালের ২৩ মে আমির হোসেনসহ অন্যান্য আসামীদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ চাঞ্চল্যকর গণধর্ষণ মামলাটির আসামী আমির হোসেনের অবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই মামলার অন্যান্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।