গণসংযোগকালে দুলালপত্নী ‘আমার স্বামীর উন্নয়নের সাক্ষী জনগন’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহমেদ দুলালের সহধর্মিণী হেলেন বারী।

বুধবার (১২ জানুয়ারি) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ২৩নং ওয়ার্ডের বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় দুলালপত্নীর সাথে পরিবারের আরও অনেক নারী সদস্যসহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে অত্র ওয়ার্ডের সব শ্রেনীর নারী পুরুষের সমর্থনে সীক্ত হন কাউন্সিলর প্রার্থী দুলালের সহধর্মিণী হেলেন বারী। তারা তাকে আশ্বস্ত করে যে দুলাল প্রধানকেই তৃতীয়বারের মতো কাউন্সিলর হিসেবে দেখতে লাটিম মার্কা ভোট দিবে।

গনণসংযোগের বিষয়ে যানতে চাইলে হেলেন বারী বলেন, ইতিহাস সাক্ষী, প্রতিটি সফল পুরুষের পিছনে কোন না কোন নারী থাকে। আমি সেই ধারাবাহীকতা রক্ষা করতে আমার স্বামীর জন্য ভোট চাইতে নেমেছি। শুধু আমি না এখানে আমার পরিবারের সদস্যরাও রয়েছে। আমার স্বামী দুইবার কাউন্সিলর হয়ে এই ওয়ার্ডের অনেক উন্নয়ন করেছে, যার সাক্ষী এখানের জনগন।

গণসংযোগে নেমে কেমন সাড়া পাচ্ছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার স্বামী এই ওয়ার্ডের মানুষের জন্য যা করেছে তার প্রতিফলন আমি আজ ভোট চাইতে এসে দেখতে পাচ্ছি। সকলেই আমার স্বামীকেই জয় যুক্ত করার কথা বলছে। এর থেকে বেশি আর কি চাওয়ার।