গ্যাস নিয়ে ষড়যন্ত্র: প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মিছিল

প্রেস বিজ্ঞপ্তি: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ নারায়ণগঞ্জ জেলা সমম্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসান টিপু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।


নেতৃবৃন্দ বলেন, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকার আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। আইন অনুযায়ী মূল্যবৃদ্ধি করতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে মূল্যবৃদ্ধির প্রস্তাব করতে হয়। সেখানে গণশুনানির পর ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে মূল্যবৃদ্ধি হবে কিনা। কিন্তু গণশুনানির আগেই জ¦ালানি মন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে গ্যাসের দাম বাড়াতে হবে। দেশের ৬ টি গ্যাস বিতরণ কোম্পানির প্রতিটিই মুনাফা করছে। আইনে আছে লোকসান দিলে দাম বৃদ্ধির প্রস্তাব করা যাবে। সুতরাং মূল্যবৃদ্ধির প্রস্তাব বেআইনি। গণশুনানিতে তাদের প্রস্তাবের যৌক্তিকতা প্রমাণ করতে পারেনি। গৃহস্থালি সংযোগের ক্ষেত্রে এক চুলার গ্যাস বরাদ্দ ৮৫ ঘনমিটার এবং দুই চুলার জন্য বরাদ্দ ৯২ ঘনমিটার কিন্তু গড়ে খরচ হয় এক চুলায় মাসে ৪৫ ঘনমিটার এবং দুই চুলায় ৫৫ ঘনমিটার অর্থাৎ যা দাম দেয়া হয় গ্রাহক তার অর্ধেক খরচ করেন। তারপরও এক চুলায় ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫০ টাকা এবং দুই চুলারয় ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১৪৪০ টাকা করার প্রস্তাব জনগণের সাথে চরম প্রতারণার সামিল। যেখানে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম হওয়ার কথা ৬০০ টাকা সেখানে নেয়া হচ্ছে ১২০০ টাকা। ৬ টি সিলিন্ডার ব্যবসায়ীর কাছে জনগণ জিম্মি হয়ে আছে। গ্যাসের দাম বাড়লে তার প্রভাব বিদ্যুৎ, পরিবহন, সার , পানি, কৃষি ও শিল্পের উপর পড়বে। এমনিতেই দ্রব্যমূল্য, বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসার ব্যয় বৃদ্ধিতে জনজীবন দিশেহারা এরপর গ্যাসের দাম বৃদ্ধিতে মানুষের জীবনে নাভিশ^াস উঠবে। সরকারের এই স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহব্বান জানান নেতৃবৃন্দ।