ঘুমিয়ে স্বপ্ন না দেখে তাকে বাস্তবায়ন করো: সেন্টু

লাইভ নারায়ণগঞ্জ: ষষ্ট শ্রেণীতে কি পড়ে এলো সপ্তম শ্রেণীতে তা আর ওদের জানা থাকেনা। শিক্ষার্থীরা কোচিং নির্ভর হয়ে পড়ায় মুল বই থেকে তারা দূরে সরে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ক্লাশ পরিদর্শন কালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেলপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুল আলম সেন্টু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। বুকের মধ্যে বড় হওয়ার স্বপ্ন আকতে হবে, ঘুমিয়ে ঘুমিয়ে সপ্ন দেখলে হবে না। যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয়না তার পিছু চিতার বেগে ছুটতে হবে। তাহলেই স্বপ্ন বাস্তবায়ন হবে।

তিনি তার ছাত্র জীবনের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি ভাল ছাত্র হয়েও লাষ্ট বেঞ্চে বসতাম, শিক্ষক যে বিষয়টি পড়াতেন তা মনো্যোগ দিয়ে শুনতাম, পুরোপুরি না বুঝলে স্যারের কাছ থেকে জেনে নিতাম। তখন ক্লাশে বসেই অর্ধেক হোম ওয়ার্ক হয়ে যেতো। মুল বই থেকে পড়ে পড়েই প্রশ্নের উত্তর গুলো বের করে নিতাম। স্কুল জীবনে যা পড়েছি এখনো অনেক কিছুই মনে আছে। শুধু পড়ার জন্য পড়লে চলবে না, আজকের পড়াটা যেনো ভবিষ্যৎ এ কাজে লাগে সেদিকে লক্ষ্য রেখে পড়াশোনা করতে হবে। আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুল কবির, ধর্মীয় শিক্ষক মো. জালাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments