চতুর্রমুখী মি‌ছিল, জনতার স্রোত নগরী‌তে

স্টাফ করসপনডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : শামীম ওসমানের ডাকা জনসভাকে কেন্দ্র করে মিছিলের নগরী হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। বেলা ১টার পর থেকে জেলা শহরের নগরতলী ছাড়াও ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ থেকে হাজার হাজার আওয়ামীলীগ নেতাকর্মী মিছিল নিয়ে জনসভা কেন্দ্র ২নং রেল গেইট চত্ত্বর আসতে থাকে।

এ সময় “শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি” নেতাকর্মীদের প্রান উল্লাস শ্লোগানে পুরো শহর প্রকম্পিত হতে থাকে। এই জনসভাকে কেন্দ্র করে পুরো শহরময় নেতাকর্মীদের পদচারনায় পরিবহন শূণ্য হয়ে পড়ে। সর্বত্র শ্লোগানে শ্লোগানে মূখরিত।

সরেজমিনে দেখা যায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদ শাহ্ নিজাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর, জেলা ছাত্রলীগের সাবেক সাফায়ত হোসেন সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা/থানা থেকে শামীম ওসমানের অনুসারিরা বিশাল মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহন কতে শুরু করেছে।

এদের প্রত্যেকে বিভিন্ন ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন, দলীয় শ্লোগান লেখা টি-শার্ট গায়ে পড়ে মাথায় সাদা, লাল, হলুদ, সবুজ রংয়ের ফিতা মাথায় বেধে মিছিলে অংশ গ্রহন করছেন। এসময় তাদের মাঝে দেখা যায় উৎসব আমেজ।

জানা যায়, জনসভা সফল করতে গত এক সপ্তাহে একাধীক বার নেতা-কর্মীদের সাথে প্রস্তুতি সভা করেছেন শামীম ওসমান। সভা গুলোতে তিনি সর্বস্তরের জনগণকে অংশ গ্রহনের আহ্বান জানিয়েছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments