লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ অংশে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের চাঁদাবাজি বন্ধে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ওই মাইকিং করেন তাঁরা।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এ মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ ইব্রাহিম।
ওসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, গত ছয় মাসে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ১৬ জনকে আটক করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। মাইকিং করে আমরা চাঁদাবাজদের সাবধান করছি।
তিনি আরও বলেন, যাদের আমরা আটক করছি তারা অনেকে জানেও না এই ধরণের চাঁদাবাজি একটা অপরাধ। তাই আমরা কিছু কিছু স্থানে মানুষকে সচেতন করার জন্য এই মাইকিং করে যাচ্ছি। আমাদের এই ধরণের কার্যক্রম চলমান থাকবে।