স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এ নিয়ে মামলটিতে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর দের টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালতে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর প্রবীর হত্যা মামলায় দুইজন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা হলেন, ডিবির কন্সটেবল মো. বিল্লাল হোসেন ও মো. সিরাজুল ইসলাম ।
এসময় মামলার বাদী পক্ষে উপস্থিত ছিলেন, নিহত প্রবীর চন্দ্র ঘোষের বাবা ভোলানাথ ঘোষ ও ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ।
এ সময় উপস্থিত মামলার বাদী নিহত প্রবীর চন্দ্র ঘোষের ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ বলেন, আমি আমার ভাইয়ের হত্যা মামলার আসামী পিন্টু দেবনাথ, আব্দুল্লাহ আল মামুন ও বাপেন ভৌমিকের সর্বোচ্চ শাস্তী দাবী করছি।
এ সময় বাদী পক্ষের আইনজীবী ছিলেন, সরকারি পিপি এড. এস.এম. ওয়াজেদ আলী খোকন, রাষ্ট্র সহয়াক এড. মৃনাল কান্তি দত্ত বাপ্পি, এড. জয়ন্ত কুমার ঘোষ, এড. কাজী আবুল কালাম, এড. মিনহাজ উল ইসলাম ভূইয়া, এড. জনি চন্দ্র গোপ প্রমূখ।
বাদী পক্ষের আইনজীবী সরকারি পিপি এড. ওয়াজেদ আলী খোকন জানান, আলোচিত প্রবীর হত্যা মামলার মোট ৩০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৭ জন সাক্ষ্য দিয়েছে। এই মামলার সকল সাক্ষী সম্পন্ন হলে দ্রুত মামলা নিষ্পত্তি করা হবে।
এর আগে ২০১৮ সালের ১৮ জুন নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন প্রবীর চন্দ্র ঘোষ। নিখোঁজের ২২ দিন পর ৯ জুলাই স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের (৭০) খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।