স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীর চানমারি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এসপি হারুনুর রশিদের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এতে নেতৃত্ব দিয়েছেন সহকারি পুলিশ সুপার মেহেদি।
এবিষয়ে ফতুল্লা থানার এসআই কামরুল হাসান লাইভ নারায়ণগঞ্জকে জানান, আসামীদের ফতুল্লা থানায় আনা হয়েছে। তাদের কাজ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এর আগে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের লাইভ নারায়ণগঞ্জকে জানান, অভিযানে সহকারি পুলিশ সুপার মেহেদির নেতৃত্বে দিয়েছেন। গাজার পরিমান এখনো মেপে দেখা হয়নি।