চোরাই তেল উদ্ধারের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় চোরাই তেল উদ্ধারের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলাবার (১২ মার্চ) তেল উদ্ধারের ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন ডিবি পুলিশের এসআই আব্দুল জলিল মাতব্বর। এঘটনায় রুবেল চৌধুরী, কামাল হোসেন, লোকমান হোসেনকে গ্রেফতার দেখানো হয়।

এছাড়া পলাতক হিসেবে আসামী দেখানো হয়েছে তেল চোরের মূল হোতা ইকবাল হোসেন চৌধুরী, ফাজিলপুরের পাগলার মেয়ের জামাই ইব্রাহীম (৫৫), নূরা সেক্রেটারীর ভাই আবু সালাম (৫০), রহমতউল্লাহ ভা-ারির ছেলে রনি ভান্ডারি (৩৮), সাবেক এমপি কবরীর ক্যাডার ও পঞ্চবটি ডালডা রোডের হাবিবুর রহমান মুন্সীর ছেলে পাভেল (৪০), ফাজিলুপুরের পাগলা রনি, ভা-ারির মেয়ের জামাই রাসেল, রহমতউল্লাহ ভান্ডারি, পঞ্চবটির বাবু চৌধুরী, পঞ্চবটির কোটিপতি বাবু (৪২), যমুনা ডিপোসংলগ্ন তিতাস মার্কেটের দোকানি ও আলেকের ছেলে রুবেল, একই এলাকার সরদার বাড়ির সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম হিরো (৫২) এবং শহরের পাইকপাড়ার এলাকার মোফাজ্জল হোসেন।

ডিবি পুলিশের তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে ১০ মার্চ সন্ধ্যার পর ফতুল্লা লঞ্চঘাট এলাকার তেল চোর ইকবালের গোডাউনে অভিযান চালায়। এখান থেকে রুবেল চৌধুরী, কামাল হোসেন, লোকমান হোসেনকে আটকসহ জব্দ করা হয় ৫৭ ড্রাম তেল।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments