চোরাই তেল মামলার পলাতক আসামী বিশু গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাট থেকে চোরাই তেল উদ্ধার হওয়ার ঘটনায় আসামী ডাকাত মোফাজ্জল ওরফে বিশু গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৭ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ ঢাকেশ^রী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশের মামলার ভয়ে সে পালিয়ে বেড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করে নারায়নগঞ্জ ডিবি পুলিশ। বিশুকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

জানা যায়,১১ মার্চ সোমবার রাতে তেল চুরির ঘটনায় ফতুল্লা মডেল থানায় ডিবির এস আই জলিল মাদব্বর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২৩ জনকে আসামি করা হয়। মামলার পরপরই মোফাজ্জল পালিয়ে বেড়ায়।

নারায়ণগঞ্জ ডিবির উপ-পরিদর্শক জলিল মাতাব্বর জানান, গত কয়েকদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার চৌধুরী বাড়ির মৃত কুদরতউল্লাহ চৌধুরী তেলের গোডাউনে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় ইকবাল চৌধুরী। টানা ২৪ ঘন্টার ওই অভিযানে এর আগে ৩ জনকে গ্রেফতার করে এবং উদ্ধার করা হয় ৫৭ ড্রাম তেল। এই তেল উদ্ধারের মধ্যেও রয়ে যায় রহস্যময় রচিত এক নাটক আর এই নাটকের নেপথ্য কারিগর ছিলো চিহ্নিত সোর্স মোফাজ্জল ওরফে বিশু ডাকাত। এই মোফাজ্জল ওরফে বিশু ডিবি পুলিশের সোর্স ছিল। পুলিশ ও ডিবি পুলিশের সোর্স মোফাজ্জল বিভিন্ন মাদক ব্যবসা থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, তার বদৌলতে গড়ে তুলছেন নারায়ণগঞ্জ বাবুরাইল এলাকায় পাঁচ তলা বাড়ী, ফতুল্লা রোসেং হাউজিং এলাকায় সাত শতাংশ জমির উপর নির্মাণ করা আলিশান বাড়ী। ডাকাত মোফাজ্জল ওরফে বিশু বিভিন্ন পুলিশের নাম বিক্রি করে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তবে মোফাজ্জল ওরফে বিশুর পিছনে রয়েছে কিছু অসাধু কর্মকর্তা তাদের ছত্রছায়ায় বীরদর্পে চাঁদা আদায় করে চলছেন।