ছাড়পত্র পেল না.গঞ্জে নির্মাণ হওয়া চলচ্চিত্র ‘অবতার’

লাইভ নারায়ণগঞ্জ: কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল চলচ্চিত্র ‘অবতার’। মাহিয়া মাহি, আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত এবং নবাগত জেএইচ রুশো অভিনীত চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘সাগা এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে। বুধবার কর্তন ছাড়াই সিনেমা হলে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে চলচ্চিত্র অবতার।

সমকালীন অবক্ষয়ের বাস্তবতায় সময়ের সেরা শিল্পীদের নিয়ে সুন্দর নির্মাণ এবং ছবির গানগুলোও ছিল মনোমুগ্ধকর। বিগ বাজেটের এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জ। এছাড়াও পাবনা, শফীপুর, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, এফডিসি এবং পুবাইলসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ুন এবং কিশোর।

গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, তারিক তুহিন এবং পরিচালক নিজেই। কণ্ঠ দিয়েছেন ন্যান্সী, এসআই টুটুল, ঐশী, পুলক, সজল, জুঁই, মীম।

পরিচালক জানান, এ রোজার ঈদেই ছবিটি মুক্তি পাবে।