লাইভ নারায়ণগঞ্জ: বাবা-মায়ের কাছে সন্তানের জন্মদিন সকল উৎসব থেকে অনেক বড়। তাই এবার ছেলের জন্মদিনে শত শত অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবেন হাবিবুল্লাহ কাঁচপুরী।
১৩ জানুয়ারি প্রিয়ম কাঁচপুরী’র ২৯ তম জন্মদিন। দিনটি উপলক্ষে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ প্রিয়ম টাওয়ারে বিশেষ দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে।
১৯৯৩ সালের ১৩ জানুয়ারি হাবিবুল্লাহ কাঁচপুরী ও তার স্ত্রী মিসেস সাহিদা সুলতানা কাচপুরী’র কোল জুড়ে এসেছিলেন পুত্র প্রিয়ম কাঁচপুরী। প্রিয়ম কাঁচপুরীর ২৯তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেছেন।