জনপ্রিয় হচ্ছে ‘মানবতার দেয়াল’, এবার জালকুড়িতে

লাইভ নারায়ণগঞ্জ : সাদা মাটা একটি দেয়াল। কুড়াচ্ছে বেশ প্রশংসা। দিন দিন পাচ্ছে বেশ জনপ্রিয়তা। নাম পেয়েছে ‘মানবতার দেয়াল’। যেখানে  নিজেদের

অপ্রয়োজনীয় বস্ত্র রেখে দিতে পারেন  আবার নিজের প্রয়োজনে যে কেউ নিতে পারেন।

স্যোশাল মিডিয়ার কল্যানে এ ধরণের সামাজিক কর্মকান্ড মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ তৈর হচ্ছে। তাই প্রায় প্রতি দিনই দেশের বিভিন্ন স্থানে ‘মানবতার

দেয়াল’ কার্যক্রম শুরু হচ্ছে।

জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের দেয়ালেও স্থাপন করা হয়েছে মানবতার দেয়াল। শুক্রবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় আলোকিত জালকুড়ির উদ্যোগে এই দেয়াল এর

উদ্বোধন করা হয়।

রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম এই মানবতার দেয়াল উদ্বোধন করেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ধনী গরিবের ভেদাভেদ

দূর করে একে অপরের সহয়তায় এগিয়ে আসার জন্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এই শীতে সকল শ্রেনীর মানুষ মানবতার দেয়াল থেকে উপকৃত হবে এমনটাই আশা রাখেন তারা।

দেয়াল উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, আলোকিত জালকুড়ির সদস্য এস এম বিজয়, মোয়াজ্জেম হোসেন, অপু রায়হান, নাজিম গান্ধী, মোশাররফ হোসেন, মেহেদী

হাসান সহ প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments