স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সুইজারল্যান্ডের জেনেভায় বিশেষজ্ঞদের একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ বৈঠকে গভর্নিং বডির নির্দেশে ৮ জন বিশেষজ্ঞ নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী এমবি নিট ফ্যাশনের পরিচালক মোহাম্মদ হাতেম।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) হতে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ১৫ ফেব্রুয়ারিতে এ বৈঠক শেষ হতে চলেছে।
বৈঠকের বিষয়বস্তু-আন্তর্জাতিক শ্রম কার্যালয়ের গভর্নিং বডির ৩৩৪তম অধিবেশনে এ বৈঠকের সময় ও ভেনু নির্বাচন করা হয়। এবারের ভেনু আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যালয় (১২১১ জেনেভা ২২, সুইজারল্যান্ড)। ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৮ টা হতে সকাল ৯টা পর্যন্ত এ বৈঠক চলবে।