জনসভা কানায় কানায় পূর্ন, মূল সড়ক ছা‌ড়ি‌য়ে অলি-গ‌লি‌তে সর্মথক

স্টাফ করেসপেন্ডন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শামীম ওসমানের ডাকা জনসভার সময় দুপুর ৩টা। কিন্তু সমাবেশ স্থল ২ নং রেল গেইট এলাকা দুপুর দেরটার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে জনসভার উপস্থিতি।

মূল মঞ্চ পার্টি অফিস সংলগ্ন সড়কের সমাবেশের বিস্তৃতি ছড়িয়ে পড়েছিল পুরো নগরজুড়ে। এর মধ্যে জনসভা নগরীর চাষাড়া মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়েছে।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শামীম ওসমান সমর্থক লোকেরা জনসভা স্থলে পৌঁছতে না পেরে শহরের অলিগলি ও লিংক রোডগুলোতে অবস্থান করে। শামীম ওসমানের এই জনসভায় নগর জুড়ে ছিল মহানগর আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নজরকাড়া উপস্থিতি।

অধিকাংশ নেতা-কর্মী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, ফেষ্টুনে মিছিলে মিছিলে মুখরিত করে তোলে পুরো নগরী।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে প্রবেশ করে। এরপর মহানগর আওয়ামীলীগের সভাপতি খোকন সাহার নেতৃত্বে মিছিল সমাবেশ স্থলে প্রবেশ করে। পরে একে একে জেলার বিভিন্ন উপজেলা থেকে শামীম ওসমান সমর্থকরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত হয় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহিলা আওয়ামীলীগের সভাপতি শিরিন বেগম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ঘাতক দালাল নিমূল কমিটির জেলা সভাপতি বাবু চন্দন শীল, রোকন উদ্দিন, ফতুল্ল থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী প্রমুখ।

সবমিলিয়ে শামীম ওসমানের ডাকা এ জনসভা একটি চমক। এই জনসভাই প্রমাণ করে শামীম ওসমান নারাযণগঞ্জ আওয়ামী লীগের অন্যতম নক্ষত্র।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments