লাইভ নারায়ণগঞ্জ: শক্তিশালী পাবনাকে ৮৩ রানে হারিয়ে বি-বাড়িয়াকে চমক দেখালো। ৪১ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের দ্বিতীয় দিনের খেলাটি অনুষ্ঠিত হয়েছে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে।
শনিবার (১১ মার্চ) সকালে টস জিতে পাবনার অধিনায়ক বি-বাড়িয়াকে প্রথমে ব্যাট করার সুযোগ দেয়। সুযোগ কাজে লাগায় তারা। ৪৪ ওভার ৪ বলে ২৭৮ রান তোলে ১০ উইকেটে। বি-বাড়িয়ার প্রসেনজিৎ ৮০ রানে ফিরেন। ৫৫ রান করেন সুমন, ওপেনার সাদিত করেন ৫০ রান। ৩৫ এ আউট হন শামিম। শামসুল করেন ২৫ রান। পানার রুবেল ও সাব্বির পান ৪ টি করে উইকেট।
এদিকে, জবাব দিতে গিয়ে পাবনা ৪৩ ওভার ৪ বলে ১৯৫ রানে অলআউট হয়ে যায়। তৌহিদ ৫৭ রান করেন। ৪৩ রানে ফিরেন শাহ আহমাদুল। মমিনুর আউট হন ৩০ রানে। ইমরান করেন ২৯ রান। বি-বাড়িয়ার জানে ইসলাম ৫ উইকেট পান।
খেলায় আম্পায়ার ছিলেন তরিকুল হাসান মাসুম ও মাহবুব হোসেন বিজন, স্কোরার- আল আমিন হাসান।