জালকুড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহতে হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের ১০ পাইপ ও মিজমিজির সিমান্তবর্তী এলাকায় বুধবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাকিব (২৪)। সে নোয়াখালী জেলার শাহাবুদ্দিনের ছেলে। জালকুড়ি উত্তরপাড়া এলাকায় নিজেস্ব বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, পশ্চিমপাড়া এলাকায় ফ্রিজ-এসির মিস্ত্রী ছিলেন। বন্ধুর মোটরসাইকেল নিয়ে চালানো শিখার উদ্দেশ্যে বেড়ায় রাকিব। দ্রুত গতিতে চালানোর সময় হঠাৎ সামনে অন্য একটি মোটরসাইকেল এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মটোরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলেটির।

ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, ছেলেটি মোটরসাইকেল নিয়ে চালানো শিখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মটোরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়।