জাল সনদে চাকরি: সৈয়দপুর বঙ্গবন্ধু স্কুলের শিক্ষককে চাকরিচ্যুতির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জাল সনদ ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নেওয়া নারায়ণগঞ্জের এক শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তার বেতন-ভাতা বাবদ যে অর্থ নিয়েছেন সেগুলো ফেরত ও ফৌজদারি মামলাসহ সাত দফা শাস্তি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৮ মে এ সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার প্রকাশ পায় বিষয়টি।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) ইতোপূর্বে তদন্ত করে ৬৭৮ জনের শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জের ১ জনের শাস্তির নির্দেশ দেওয়া হয়। টাকা আদায়ের জন্য ডিআইএ তাদের প্রতিবেদনগুলোতে সুপারিশ করেছিল।

শাস্তির আওতায় আসা ওই শিক্ষকের নাম ফরিদা ইয়াসমিন। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষিকা ছিলেন। তাঁর কাছ থেকে সরকার বেতন ও ভাতার ৬ লাখ ২ হাজার ৫৫৫ টাকা ফেরত চেয়েছেন।

সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, ২০১১ সালে ফরিদা ইয়াসমিনের নিয়োগ হয়েছিল। ২০১৫ সালে অডিট হয়, ২০১৭ সালে বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকে আমরা তাঁর বেতন প্রদান করা বন্ধ করে দিয়েছি। সরকার তার কাছ থেকে ৬ লাখ ২ হাজার ৫৫৫ টাকা ফেরত চেয়েছেন। তবে, হিসেব করলে আরও বেশি পাবে।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী লাইভ নারায়ণগঞ্জকে জানান, চাকুরিচ্যুত করার বিষয়টি আমি পত্রিকায় দেখেছি, এখনও চিঠি পাইনি। চিঠি পেলে নিদের্শনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।