জাহাজের তলা ফুটো: নষ্ট হয়েছে সাড়ে ৮’শ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সাড়ে ৮’শ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল ফ্লাই এ্যাশ নিয়ে নারায়ণগঞ্জে আসার পথে একটি জাহাজ তলা ফুটো হয়ে গছে। পরে অর্ধ ডুবে থাকা অবস্থায় জাহাজটিকে তীরে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মুন্সিগঞ্জ শহরের লঞ্চ টার্মিনালের পাশে এই দুর্ঘটনা ঘটে।

জাহাজের মাস্টার আসাদুজ্জামান জানান, গত ২৩ জানুয়ারি ভারতের হলদিয়া বন্দর থেকে সাড়ে ৮’শ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল ফ্লাই এ্যাশ নিয়ে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটের উদ্দ্যেশে যাত্রা করেন। আপাতত জাহাজটি নদীতীরে ঠেকিয়ে ডুবে যাবার হাত থেকে রক্ষা করা হচ্ছে। তবে জাহাজের ফুটোস্থান দিয়ে পানি ঢুকে পড়ায় মালামাল নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ডুবে যাবার হাত থেকে জাহাজটি রক্ষার চেষ্টা চলছে। এই জাহাজের ১১ জন স্টাফ অক্ষত আছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments