জুলুমকারী যেই হোক কোন ছাড় নেই : কাজিম উদ্দিন প্রধাণ

লাইভ নারায়ণগঞ্জ : বন্দর থানা শাখার বামাকা সভাপতি কাজিম উদ্দিন প্রধাণ বলেছেন, বন্দর উপজেলায় গরিব দুঃখী মানুষের সাথে অনেক নির্যাতন হয়। অনেক সময় নিরপরাধ মানুষগুলোর উপরও অত্যাচার হয়। গরিব বলে তারা নিরবে সহ্য করে কিন্তু অনেকে বুঝেনা মানবাধিকার কাউন্সিল কি। বন্দর উপজেলার প্রতিটি ইউনিয়ণ ভিত্তিক মানবাধিকার আয়োজিত জনসচেতনতা তৈরী করার সেমিনার করতে হবে। জনগনকে বুঝাতে হবে মানবাধিকার মানে যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। যেখানে অবিচার হবে সেখানেই রুখবে মানবাধিকার।

শনিবার সকাল ১০টায় বন্দর উপজেলার মদনগঞ্জ সিটি অডিটোরিয়ামে বামাকা বন্দর থানা শাখা আয়োজিত সুন্নতে খৎনা কার্য্যক্রমের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বন্দর থানা শাখার নেতৃত্বে বন্দর উপজেলাকে শান্তি-শৃঙ্খলার নগরীতে পরিনত করতে চাই। বন্দর উপজেলায় আমার মা,ভাই ও বোনদের যাতে কেউ অত্যাচার-নিপিড়ন করতে না পারে সেই লক্ষ নিয়ে মানবাধিকার কাউন্সিল বন্দর শাখা সচেতন ভাবে কাজ করে যাব। কোন অন্যায়কারী,জুলুমকারী যেই হোক কোন ছাড় দেয়া হবেনা।

এ সময় প্রধাণ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমেদ লাভলু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বামাকা’র সাধারন সম্পাদক এমআর হায়দার রানা,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন,সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম টিটু,বন্দর থানা মানবাধিকার কাউন্সিলের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,মানবাধিকার কর্মী মঞ্জুর হাসান মঞ্জু,নাসিক’র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোঃ সাগর, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার সরদার, আলী আক্কাস মীর, সমাজ সেবক মোখলেছুর রহমান চৌধুরী, মানবাধিকার কর্মী সালিমা হোসেন শান্তা,আলমগীর হোসেন,মফিজ প্রধাণ,আনিসুজ্জামান আনিস,জাহাঙ্গীর আলম প্রমুখ।