জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

স্টাফ করেসপেন্ডন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কিমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রাব্বি মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুবাশ চন্দ্র দাস, সিভিল সার্জন ব্যাকটেরিয়া হাসপাতালের ড. আসাদুজ্জামান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দু।

এসময় আলোচনা সভায় জেলা সার বীজ মনিটরিং, কৃষি ঋন বিষয়ক, জেলা কর্ণধার, জেলা উন্নয়ন সমন্বয়, জাতীয় শুদ্ধাচর কৌশল বাস্তবায়ন সংক্রান্ত, তথ্য অধিকার আইন বাস্তবায়ন জোরদার সংক্রান্ত, যৌতুককের বিরুদ্ধে সামাজিক আন্দোলন বিষয়ক, পরিবার পরিকল্পনা ও এনজিও বিষয়ক কথোপকথন হয়।