জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুইজ প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জেলার ৯টি স্বনামধন্য বিদ্যালয়ের অংশগ্রহণে নারায়নগঞ্জ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুইজ প্রতিযোগিতা। ৫ ফেব্রুয়ারি গণ গ্রন্থাগার দিবস উপলক্ষে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


রবিবার ( ৩ ফেব্রুয়ারি ) দুপুর ২ টায় নারায়নগঞ্জ জেলা গ্রন্থাগারে আয়োজন করা হবে এই কুইজ প্রতিযোগিতা। সাধারন জ্ঞান এর উপর ভিত্তি করে পরিচালিত হবে এই কুইজ প্রতিযোগিতাটি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নারায়নগঞ্জের সকল বিদ্যালয় গুলোকে। অনেক বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র হওয়ার তারা অংশগ্রহণ করতে পারছে না। জেলার ৯টি স্বনামধন্য বিদ্যালয়ের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেন জানান, জেলার প্রতিটি বিদ্যালয়ে আমরা চিঠি পাঠিয়েছি। তার মধ্যে ৯টি বিদ্যালয় অংশগ্রহন করতে যাচ্ছে । বাকি বিদ্যালয়গুলো অংশগ্রহন করতে পারলে বিষয় টি ভাল হত। আয়োজন আরো বড় আকারে করা যেত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments