জেলা গ্রন্থাগারে কুইজ প্রতিযোগিতা: ৯ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট,লাইভ নারায়ণগঞ্জ : নগরীতে গ্রন্থাগার দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কালির বাজার পুরোনো কোর্ট সংলগ্ন গণ গ্রন্থাগারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়। প্রতিষ্ঠানগুলো হলো- নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, পি.সি.জে.কে হাই স্কুল, পূর্বচড় নগর হাই স্কুল, ঢাকেশ্বরী উচ্চ বিদ্যালয়, গোদনাইল উচ্চ বিদ্যালয়, আই.ই.টি সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ মহিলা কলেজ।

প্রতিযোগিতায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লা, নারায়ণগঞ্জ শিক্ষক আরিফ মিহির ও জেলা গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এম এম মুসারফ হোসেন।

কুইজ প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণা করা হবে গ্রন্থাগার দিবসে অর্থাৎ ৫ ফেব্রুয়ারিতে। সেই সাথে ঐ দিন সকাল ১০ টায় গণ গ্রন্থাগার অডিটরিয়ামে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা হোসনে আরা বেগম। পুরস্কার বিতরণী অনুষ্ঠনের স্বভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জসীমউদ্দিন হায়দার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments