লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নির্বাচনী দায়িত্ব পালনকারী দলের ট্রলারডুবির ঘটনায় নির্বাচন কমিশনের তহবিল থেকে নিহতদের সাড়ে ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ২০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১ এপ্রিল) এ ঘোষাণাদেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য, ১ মাদরাসা শিক্ষক ও ১০ জন আনসার সদস্যসহ প্রায় ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে রিতা আক্তার নামের এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও ইউসিবি ব্যাংক মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দীন ও নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পিএসআই সেলিম মিয়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে কেন্দ্র থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের বহনকারী একটি ট্রলার সোনারগাঁ উপজেলা পরিষদে ফিরছিল। ট্রলারটি মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে এসে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
পূর্বের নিউজ পড়তে ক্লিক করুন