স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুল। বিগত ফুটবল বিশ^কাপে সোস্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি পরিচয় পেয়েছে রাজকীয় এ বাড়ির মালিক। তবে বাড়ি নির্মাণে অর্থের উৎস নিয়ে রয়েছে বেশ বিতর্ক। আর বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে রয়েছে যমুনা ডিপোর তেল চুরির অভিযোগও
একই অবস্থা আলী হায়দার শামীম ওরুফে পিজে শামীমেরও। এই ব্যক্তির পরিচালনায় প্রকাশ্যে নগরীতে জুয়ার আসর চলে; এমন তথ্য অজানা নয় নগরবাসীর। জানেন বিশেষ পেশার লোকজন ও প্রশাসনের কর্মকর্তারাও। তারপরেও নিরবেই এ জুয়ার আসর চলছে দিনের পর দিন। তবে সম্প্রতি সেই আসরে অভিযান চালিয়ে বেশ আলোচিত হয়েছেন এসপি হারুন অর রশিদ। জুয়ার বিশাল টাকা উদ্ধার করে পুরো আস্তানা গুড়িয়ে দেয়।
এর আগে শহরের ফুটপাত, ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজসহ গত ১৮ ফেব্রুয়ারী ভোরে শহরের প্রভাবশালী সাবেক কাউন্সিলর কামরুল হাসার মুন্না ও বর্তমান কাউন্সিলর কবির হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে আরেকবার শহরবাসীর আস্থা দখল করে এসপি হারুন। এরপর থেকেই শুভেচ্ছা জানাতে শুরু করে নারায়ণগঞ্জবাসী। এবার শুভেচ্ছা জানানোর তালিকায় সেই বির্তকিত পিজে শামীম ও জয়নাল আবেদীন টুটুল।
তাদের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়ে বেশ সমালোচিত হয়েছেন নারায়ণগঞ্জের এ আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদ। আর এর বিরুপ প্রভাব পরেছে জনসাধারণের মাঝেও। উঠেছে নানা প্রশ্ন ???
পিজে শামীমের সাথে আলোচিত এ পুলিশ সুপারের ছবি দেখে স্থানীয়রা বলছেন, ‘হয়তো আবারও জুয়ার আসর চালু হবে!’ কেউ বলেন ‘সমাজের এই কিটগুলো কি ভাবে পুলিশ সুপারের কাছে যায়’। আবার অনেকেই বলছেন ‘ শামীম জুয়ার আসর বসায়, এটা সবাই জানে। পুলিশ সুপারকি জানে না। নাকি…?’
বিষয়টি নিয়ে আলী হায়দার শামীম ওরুফে পিজে শামীমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
অন্যদিকে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও সাজ্জাদ রোমন বলেন, এসপি স্যার হয়তো জানতো ই না শামীম হায়দারের এমন কর্মকান্ডের বিষয়গুলি। কোন সমালোচিত ব্যক্তিকে পুলিশ সুপার প্রশ্রয় দেন না । যার কারণে এসপি হারুন সারাদেশে নানা ভাবে আলোচিত ।
তবে পিজা শামীমের বিষয়ে আরো খোজ খবর নেয়া হচ্ছে। ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে এমন অপরাধীদের সকল তথ্য সংগ্রহ করতে।