লাইভ নারায়ণগঞ্জ: নগরীর টানবাজার হরিজন সিটি কলোনী এলাকায় দেয়াল ভেঙ্গে বৃদ্ধ মা ও ছেলে আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর আড়াইটায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেছে।
আহতরা হলেন, হরিজন সিটি কলোনীর মৃত রঞ্জন দাসের ছেলে চন্দন দাস (৪৫) ও তার মা শ্যামা রাণী (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনেক পুরোন বিল্ডিং হওয়ায় হাঠাৎ ভেঙ্গে পড়ছে। আসে পাশে যে ঘর গুলো আছে সেগুলোও অবস্থা ভালো না। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
আহত শ্যামা রাণীর নাতনি রহীনি দাস জানায়, অনেক পুরো দেয়াল ছিলো। দুপুরে ঘরের মধ্যেই ছিলো দাদু আর চাচু। হঠাৎ বিকট আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে যাই। আমার দাদু আর চাচুর পা ভেঙ্গে গেছে। তারা আপাতত হাসপাতালে আছেন। পাশের ঘরেই থাকি আমরা। আমাদের ঘরের দেয়ালেও ফাঁটল ধরছে। যে কোন সময় আমরাও বড় দূর্ঘটনার শিকার হতে পারি।