টিটু-সজল ইস্যু: ভিতরে প্রতিবাদ সভা, বাহিরে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: টানানো হয়ে গেছে ব্যানার। প্রস্তুত চেয়ার টেবিল ও মঞ্চ। এসে পড়েছে অতিথিরাও। এখন অপেক্ষা শুধু এলাকাবাসীর।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর হীরা কমিউনিটি সেন্টারে ‘তানভীর আহমেদ টিটু ও নাজমুল আলম সজলকে নিয়ে মিথ্যা অপপ্রচার’র বিরুদ্ধে বিহত্তর জামতলাবাসী এক প্রতিবাদ সভায় এ চিত্র দেখা যায়। উপস্থিত জানান, সভাস্থলের বাহিরে পুলিশ অবস্থান করায় এলাকাবাসী ভয়ে আসেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সভা স্থলে মাত্র ২৫ থেকে ৩০ জন লোক উপস্থিত। যারা উপস্থিত ছিলেন তাদের চোখে মুখেও দেখা গেছে আতঙ্কের ছায়া। এমন পরিস্থিতিতে দ্রুত প্রতিবাদ সভা শেষ করে দিয়েছে আয়োজকরা।

এবিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) আসলাম হোসেন জানান, তখন ওই খানে (জামতলা) ছিলো, এখন অন্য স্থানে। এটা আমাদের নিয়মিত কাজের অংশ। পুলিশ সেখানে অবস্থানের কারণ কাউকে গ্রেপ্তার কিংবা অন্যকোন উদ্দেশ্য ছিলো না।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল মাদক বিক্রির সহযোগীতার অভিযোগ আনা হয় স্থানীয় সাংসদ শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর বিরুদ্ধে। এর আগে নগরীর দেওভোগ থেকে শিশু সাকি অপহরণের ঘটনায় নাজমুল আলম সজলকে জড়িত থাকার অভিযোগ করে আসছিলো এলাকাবাসী।