লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে টিভির জ্যাক লাগাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে পিয়ার মোহাম্মদ (৫৫) নামে এক দিনমজুর বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বেলা দেড়টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধব পাশা এলাকার ওহাব আলী মিয়ার ভাড়াটিয়া বাড়িতে ওই দূর্ঘটনাটি ঘটে।
নিহত পিয়ার মোহাম্মদ একই এলাকার মৃত মুনছুর আলী মিয়ার ছেলে ও ৪ সন্তানের জনক।
দূর্ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ও মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক আব্দুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, দিনমজুর পিয়ার মোহাম্মদ সোমবার দুপুরে তার ভাড়াকৃত ঘরে টিভি দেখার জন্য জেক লাগাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে শরীরে বিভিন্ন স্থানে পুড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানিয়েছে, দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।