ট্রাক চাপায় সিদ্ধিরগঞ্জে গার্মেন্ট কর্মী নিহত

 

লাইভ নারায়ণগঞ্জ : শনিবার সন্ধা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অজ্ঞাত ট্রাক চাপায় গার্মেন্ট কর্মী ইকবাল (২৮) নিহত হয়েছেন। সানারপাড় বাসষ্ট্যান্ডে রাস্তা পারা-পারের সময় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত ইকবাল সানারপাড় এলাকার মিম টাওয়ারের বাসিন্দা ও রবিন ট্যাক্স গার্মেন্ট কর্মী বলে তাৎক্ষনিক জানা গেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দীলিপ কুমার বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।

প্রতক্ষ্যদশীরা জানান, শনিবার সন্ধ্যায় ইকবাল ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। সানারপাড় বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্রগ্রামী একটি অজ্ঞাত নামা ট্রাক দ্রুত গতিতে ইকবালকে চাপাঁ দিয়ে চলে যায়। ট্রাকটি তার পেটের উপর দিয়ে যাওয়ায় পেটের ভূড়ি বের হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই ইকবাল মারা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহিন শাহ পারভেজ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।