ট্রান্সফর্মার বিস্ফোরণ: হঠাৎ পলি ক্লিনিকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীর পলি ক্লিনিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু সড়কে অবিস্থত এ ক্লিনিকে ঘটনা ঘটে।

মিটার রুমে পুড়ে যাওয়া অংশ

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহিরের ট্রান্সফর্মারে বিস্ফোরণের পরপরই শর্ট সার্কিট থেকে ভবনের আগুন ধরে যায়। এ সময় ভবনে থাকা দুইটি অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে রোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সিনিয়র স্টেশন ইনচার্জ বেলাল হোসেন বলেন, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।