স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ডাকাতির মামলায় দুজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে তাদের অনাদায়ে ৫ মাসের জেল দেওয়া হয়েছে।
রোববার (২৪ শে ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আফতাবুজ্জামান এ রায় দেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় দেন তিনি। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফতুল্লা থানার পাইফল পূর্বপাড়া এলাকার বরকত আলী ও জহুরা খাতুন এর সন্তান মো. নাঈম (২২) ও জহিরুল ইসলাম ওরফে সাইন (১৯)।
মামলার গল্প, ২০১৬ সালের ১৬ ই জানুয়ারি বাদী মো. হাজী আনোয়ার হোসেন তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পঞ্চবটি হরিহরপাড়া গুলশান রোডের সামনে আসামিরা পথ রোধ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বাদির কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বাদি বাধা দেওয়াতে মো. নাঈম আনোয়ার হোসেনকে গুলি এবং জহিরুল ইসলাম ছুরি দিয়ে আঘাত করে। এসময় আসামীরা তাকে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে আনোয়ার হোসেনের ডাক-চিৎকারে এলাকার আশেপাশের লোকজন এসে আসামীদের আটক করে গণ পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। অন্যদিকে বাদীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এরপর মোহাম্মদ হাজী আনোয়ার হোসেন ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলা নং ৪৮(১)১৬।
এ বিষয়ে বেঞ্চ সহকারি মোহাম্মদ জাকির হোসেন বলেন, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেইসাথে অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছে বিচারক।