ডিবি পুলিশের বিরুদ্ধে মামলা, ব্যাখা দিল পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: ডিবি পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে চিহ্নিত তেল সিন্ডিকেট চক্রের সরদার ইকবাল হোসেনের মামলা করায় জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাখা দিয়েছেন। পুলিশ জানায়, ইকবাল হোসেন (৪৭) তার গডফাদারদের ও স্বার্থান্বেষী মহলকে বাঁচানোর জন্য ও পুলিশের অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কতিপয় পুলিশ অফিসারের নামে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে একটি পিটিশন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট বরাবর আবেদন করেছেন। পিটিশনটি উপাত্তবিহীন ও মন গড়া। পিটিশনটি প্রাথমিক তদন্তের জন্য বিজ্ঞ আদালত পিবিআইকে নির্দেশ প্রদান করেছেন।

বুধবার (১৩ মার্চ) জেলা জেলা পুলিশ থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় আরও জানানো হয়, সোমবার (১১ মার্চ) বিশেষ সংবাদের ভিত্তিতে ফতুল্লার বালু ঘাটে তেল সিন্ডিকেট চক্রের সরদার ইকবাল হোসেনের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৭৬০০ (সাত হাজার ছয়শত) লিটার ডিজেল, ৩০৬০(তিন হাজার ষাট) লিটার অকটেন, ৩৬০ (তিনশত ষাট) লিটার পেট্রোল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মঙ্গলবার (১২ মার্চ) ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর-৩৯, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ(১)। এছাড়াও সিন্ডিকেটের সদস্য ইকবাল হোসেন, রুবেল, কামাল হোসেন, লোকমান হোসেন রাসেল, ইব্রাহিম সহ ১৫-১৬ জনের বিরুদ্দে মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে, আসামীরা দীর্ঘ দিন যাবৎ একটি সিন্ডিকেট তৈরী করে পরস্পর যোগসাজসে বাংলাদেশ সরকারকে শুল্ক-কর ফাঁকি দিয়ে এবং জাহাজ থেকে চুরি করে পেট্রোল, অকটেন, ডিজেল অবৈধ ভাবে মজুদ রাখে প্রকাশ্যে ক্রয়-বিক্রয় করে আসছিল। জানা যায় যে, সিন্ডিকেটদের পিছনে অনেক স্বার্থান্বেষী মহল যুক্ত আছে ও নিয়মিত মাসোয়ারা পায়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. মনিরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তথা ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী, জঙ্গীবাদ, জুট সন্ত্রাসী সহ মাদক ও তেল চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। যাহা আরো বেগবান করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments