সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ ড্রীমল্যান্ড ব্যাটারী হাউজের উদ্যোগে ডিলার এন্ড রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে এ অনুষ্ঠান হয় সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সস্থ তাজমহল চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন। ড্রীমল্যান্ড ব্যাটারী হাউজের স্বত্বাধিকারী এম এ রবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসয়ী দিদারুল হোসেন, পান্না গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ¦ আবুল বাশার, পান্না গ্রুপের জিএম সেলস্্ এন্ড মার্কেটিং মুশফিকুর রহমান, এজিএম ফিরোজুল কবির, সিনিয়র ম্যানেজার জাবেদ ওসমান, আরএসএম শামীম ফরিদ ও এক্সিকিউটিভ আমিুর রহমান প্রমুখ।
মধ্যাহৃভোজের পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হাসান সৌরভের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় সংগীত শিল্পী ও তারকাদের বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠানে ব্যবসায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।