লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায়(সাইনবোর্ড-মেঘনা)সক্রিয় আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা। এদের বেশীর ভাগই টার্গেট যাত্রীবাহি বাস কিংবা মালবাহি গাড়ি।
ৎরাত যতই গভীর হয় এসব ডাকাত দলের সদস্যরা ততই সক্রিয় হয়।অনেক সময় দিন দুপুরে এরা হানা দেয় মালবাহি গাড়িকে । অনেক সময় ছিনতাইকারী বেশে এরা থাকে বিভিন্ন স্পটে ।
ছোট ছোট যানবাহনের পাশাপাশি অনেকে সময় পথচারীরাও এদের শিকার হয়। টহল পুলিশের চোখ ফাকি দিয়ে এরা নিবিঘ্ন চালিয়ে যাচ্ছে ছিনতাই ডাকাতি। ভুক্তভোগীরা আইনী ঝামেলা এড়াতে অনেক সময় থানা পুলিশের দ্বারাস্থ হচ্ছে না।