স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: গত ৯ বছরে ঢাকা-নারায়ণগঞ্জের নদী বন্দরের তীরভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা ১২,৮৬৩টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এ দীর্ঘ সময়ে ৫২১.৬২ একর তীরভূমি দখলমুক্ত হয়েছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চারপাশের নদীগুলোর দখল ও দূষণ প্রতিরোধকল্পে চলমান উচ্ছেদ অভিযান কার্যক্রমকে আরও গতিশীল করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এতথ্য জানান। এসময় সভা থেকে বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, পরিবেশ অধিদফতর, নৌপরিবহন অধিদফতর ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে তাগিদ দেওয়া হয়েছে।
এইসঙ্গে নদী তীর যেন অবৈধভাবে দখল হয়ে না যায় সেজন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ নদীর সীমানা নির্ধারণ করে নারায়ণগঞ্জ নদী বন্দর এলাকায় ৫,০১১টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে। সভায় আরও জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গি নদী বন্দর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৪৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে শিগগিরই বৈঠক করা হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।