লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা বিভাগীয় কমিশনার আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১৩ টি জেলা প্রশাসনের মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
শুক্রবার (১ মার্চ) দিনব্যাপী ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ঢাকা বিভাগীয় কমিশনার আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জ্যোতি বিকাশ।
ঢাকা বিভাগের আওতাধীন ১৩ টি জেলার অংশ গ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৯টি প্রথম পুরস্কারসহ সম্মিলিত ভাবে শ্রেষ্ঠত্বের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) জ্যোতি বিকাশ সহ ১৩ টি জেলার জেলা প্রশাসকবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সম্মিলিত শ্রেষ্ঠত্বের তালিকায় দ্বিতীয় স্থান অর্জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৯টি প্রথম পুরস্কার প্রাপ্তিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান, জেলা প্রশাসক রাব্বী মিয়া।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলাধীন ৫টি উপজেলা ও জেলা পর্যায়ে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র প্রথম স্থান অর্জনকারীরাই আজকের এই মূল প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিল। প্রতিযোগীদের ভাল পারফরমেন্সের ফলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সম্মিলিত শ্রেষ্ঠত্বের তালিকায় যে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে তা নারায়ণগঞ্জবাসীকে উৎস্বর্গ করছি।
তিনি আরও বলেন, মরন নেশা মাদকসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে তরুণ-যুব সমাজকে দূরে রাখতে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের খেলাধূলাতেও আরো বেশী মনোনিবেশ করাতে নারায়ণগঞ্জ জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।