স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১ ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১১)। এসময় ওই ভুয়া চিকিৎসককে ১ বছরের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দিন নেতৃত্বে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোড এলাকায় ‘ফ্যামিলী ল্যাব হসপিটাল’ নামের এক ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন। এসময় সাজা দেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।
১ বছরের দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তারের পিতার নাম মো. সানা উল্যাহ শেখ। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানার বিল গজারিয়া এলাকায়। তিনি নিজের নামের পাশে ডিগ্রী হিসেবে ‘এমবিবিএস, সনোলজিষ্ট’ লেখা ২ বছর যাবত প্রতারণা করে আসছিলেন রোগীদের সাথে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম জানান, মেডিকেল সহকারী হয়েও গত ২ বছর যাবত এ ভুয়া চিকিৎসক ‘এমবিবিএস, সনোলজিষ্ট’ হিসেবে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। তাকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।