স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: থামছেই না মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মামুন সিরাজুল মাজিদের বিরুদ্ধে স্থানয়িদের ক্ষোভ। একই সাথে তীব্র হচ্ছে, ‘টাকার বিনিময়ে সভাপতির পদ’ দেয়ার অভিযোগ।
স্থানীয়দের দাবী, ‘আওয়ামী লীগের দুঃসময়ে যারা পাশে ছিলো, যারা আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রান; তাদের হাতেই কমিটির দায়িত্ব দেয়া হকো। টাকার বিনিময়ে পদ দিলে তৃণমূল হতাশ হবে এবং কমিটি দুর্বল।’
সোমবার (২৩ জানুয়ারি) সকালে ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া চৌরাস্তায় আয়োজিত এক মাববন্ধনে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এসব অভিযোগ করেন।
অভিযোগ করে মানববন্ধনের বক্তারা বলেন, ‘নারায়ণগঞ্জের আওয়ামী লীগকে শক্তিশালি করতে এই ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে, এই মামুন সিরাজুল মাজিদ টাকার বিনিময়ে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হতে চাচ্ছে। এটা কিভাবে সম্ভব। শক্তিশালি কমিটি গড়তে হলে, দলের দুঃসময়ের মানুষদের হাতে দায়িত্ব দিতে হবে। এই এলাকার মানুষদের হাতে কমিটি দিতে হবে। কই হাজিগঞ্জ থেকে এসে এখানে টাকার বিনিময়ে সভাপতির পদ নিয়ে যাবে, তা হতে দেয়া যায় না।’
তারা আরও বলেন, ‘আমাদের অভিভাবক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার কাছে আকুল নিবেদন, ওই বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হত্যাকারী খুনি, ভুমিদস্যু, নারী নির্যাতনকারী মো. আলাউদ্দিনের ছেলে মামুন সিরাজুল মাজিদকে সভাপতি হিসেবে দেখতে চাই না। আপনারা এখান থেকে দলের নিবেদিত প্রানদের চিহৃত করে, তাদের হাতে দায়িত্ব তুলে দিন। দেখবেন সকলেই ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকবে।’
মানববন্ধনে ২৭নং ওয়ার্ডের তৃণমূল আওয়ামী লীগ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৯ জানুয়ারি একই দাবীতে মানববন্ধন করেন ২৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী ও স্থানীয় এলাকাবাসী।